Read more

পি পি আইটি হোমে যেভাবে আয় করবেনঃ

যখন কেউ আপনার রেফারেলে অর্ডার করবে বা আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন অর্ডারের সাথে সাথে আপনার একাউন্টে আপনার প্রাপ্য জমা হয়ে যাবে।

একটি অর্ডারে কত দেওয়া হয়ঃ
আমরা প্রতি অর্ডারে রেফারকারীকে ৫% কমিশন দিয়ে থাকি। অর্থাৎ, প্রতি হাজারে ৫০ টাকা কমিশন দেওয়া হয়। আপনি কত টাকার ডিল করছেন বা কত বড় ক্লায়েন্ট ধরেছেন সেটার উপরে আপনার কমিশন নির্ভর করে।

কিভাবে আপনার ইনকাম জানবেনঃ
আমাদের সাইটের উপরের বাম পাশে ২য় অপশন "যারা আয় করছেন" নামক বাটনে ক্লিক করলেই আপনার অর্ডারকৃত সাইট/ডোমেইন/থিমস/হোস্টিং এবং আপনার মোট আয় দেখতে পারবেন। পাশাপাশি যারা আয় করছেন সকলের অর্ডার এবং আয় সম্পর্কে জানতে পারবেন।

কিভাবে টাকা তুলবেনঃ
আমরা বিকাশে লেনদেন পছন্দ করি। আপনার জমা হওয়া টাকা/কমিশন আপনার বিকাশ নাম্বারে পাঠানো হবে। যদি আপনার বিকাশ নাম্বার না থাকে তাহলে আপনার হাতের কাছের এজেন্টের নাম্বার দিতে হবে। সর্বনিম্ন ১০০ টাকা আয় করার পরেই পেমেন্ট নিতে পারবেন।
কিভাবে আমাদের মেম্বারশিপ নিবেনঃ
ওয়েবসাইটে ঢুকলেই মেম্বারশিপ ফরম পাবেন। যথাযথ তথ্য দিয়ে ফরম ফিলাপ কিরে সেন্ড করে দিলেই হবে। অথবা,
আপনার নাম 
উপজেলা
জেলা
মোবাইল নাম্বার 
বিকাশ নাম্বার
লিখে পাঠিয়ে দিন নিচে দেওয়া ইমেইলে।।
আপনার আবেদন মঞ্জুর হলে ফিরতি ইমেইল/এস এম এসে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

ppithome.net@gmail.com